ছাইদুর রহমান \
জামালপুর সদরের নান্দিনা তখা পূর্বাঞ্চলে আমন ধানের আটি কেনার হিড়িক পড়েছে। গো-খাদ্য হিসেবে ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের বাড়ী থেকে আটি কিনে মজুদ গড়ছেন।
জানা গেছে, এবার দেশের প্রায় দেড় ডজন জেলা বন্যায় আক্রান্ত হয়। সামনের দিনগুলোতে গো-খাদ্যের সংকট সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় এবার ধানের আটি মজুদের হিড়িক পড়েছে। আমন ধানের আটি কেনার ব্যবসায়ী লোকমান হোসেন জানান, আমরা সরাসরি কৃষকের বাড়ী বাড়ী গিয়ে আটি কিনছি। প্রতিটি পিচ আটি ৬ টাকা করে কিনেছি। জাহাঙ্গীর আলম জানান, সামনে আটির চাহিদা বাড়বে বিধায় আমি আটি কিনে মজুত করছি। এখন পর্যন্ত আমি প্রায় ২০ হাজার আটি কিনেছি।
আমরা কৃষকের বাড়ী থেকে আটি কিনে ট্রাকসহ বিভিন্ন যানবাহনে পরিবহন করে থাকি বলেও জানান তিনি। বাদেচান্দি গ্রামের কৃষক মোশারফ হোসেন জানান, এখন পর্যন্ত আমি ৬ টাকা পিচ হিসেবে পাঁচ হাজার আটি বিক্রি করেছি। গতবার আমন ধানের আটির তেমন চাহিদা ছিল না। গতবার দামও ছিল কম। কিন্তু এবার আটির দাম ভালো। একজন কৃষক এক বিঘা জমির আটি বাবদ ৩ থেকে ৪ হাজার টাকার আটি বিক্রি করতে পারছেন। এতে ধানের পাশাপাশি আটি বিক্রি করে অনেকটাই লাভবান কৃষকরা।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন