নিজস্ব প্রতিবেদক \
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের জানালার গ্রীল কেটে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে, গত ২৮ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের জানালার গ্রীল কেটে ৫০ হাজার টাকা মূল্যের একটি ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ, ৩০ হাজার টাকা মূল্যের একটি প্রজেক্টরসহ অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা অফিসিয়াল প্রয়োজনীয় কাগজপত্র ও নতুন বই চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অপরদিকে নাইটগার্ড বিহীনভাবে এ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভোগার বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মীরাণী দে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও এসএমসি সদস্যগণকে অবহিত করলেও তারা কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নাই। এদিকে কিছুদিন আগে অজ্ঞাত পরিচয় দূর্বৃত্তরা রাতের আধারে বিদ্যালয়ের ওয়াশব্লকের পাইপলাইন পানির টেপ, আসবাবপত্র, দরজা, জানালা ভেঙ্গে ফেলে। যার প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ৩ ডিসেম্বর জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর ১৯৮, তারিখ -৩/১২/২০২৪। এ ঘটনায় এলাকায় অসন্তোষ বিরাজ করছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন