ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ।।

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের এসআই/শাহানুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেছে। 

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা অনুমান ০৬ টায় ফুলবাড়ী থানার এসআই/ শাহানুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানার চন্দ্রখানা গ্রামের রবিউল এর বাড়ীর সামনে ফুলবাড়ী ও কদমতলাগামী রাস্তার উপর হাবিবুর রহমান বাবু (২২) নামের একজন অটোগাড়ী চালককে আটক করে তার চালিত অটোগাড়ী তল্লাশী করে অটোগাড়ীর ব্যাটারী রাখার স্থানে বিশেষ কায়দায় রক্ষিত ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেছে। এসময় মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান বাবু (২২)কে তার ব্যবহৃত অটোগাড়ী সহ আটক করেন। আটককৃত হাবিবুর রহমান উপজেলার কৃঞ্চানন্দ বকশি গ্রামের মৃত বজলে রহমানের ছেলে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান ফুলবাড়ী থানা এলাকার মাদক নির্মূলে ফুলবাড়ী থানা পুলিশ আত্নরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পুলিশের একটি বিশেষ টিম পুলিশি অভিযান পরিচালনা করে ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল একটি অটোগাড়ী সহ হাবিবুর রহমানকে আটক করে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আইনে মামলা প্রক্রিয়াধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)