জামালপুরে কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষ্যে সমাবেশ ও র‌্যালির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর জেলা শাখা।

শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা কৃষকদলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল্লাহ আল-মাসুদ, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউসুল আজম শাহিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতারা হাজার কোটি টাকা লুটপাট করেছে। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ নি:স্ব হয়ে পড়েছে। এখন আওয়ামী লীগের লুটপাটের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। গত সতের বছর কৃষকরা তাদের সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাধারণ কৃষকরা পরিশ্রম করে ফসল ফলিয়েছে কিন্তু বাজারে গিয়ে তারা ন্যায্য মূল্য পায়নি। বিএনপি কৃষকদের স্বার্থ রক্ষার দল, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কৃষকের স্বার্থ রক্ষা করবে। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)