নিজস্ব প্রতিবেদক:
"দূর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যে জামালপুরে ইসলামপুরে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৯ডিসেম্বর) সকালে ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাসময় আলোচনা সভায় ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাদিয়া আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা.এএএম আবু তাহের, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আমিনুর রহমান লরেন্স, সহসভাপতি শাহজাহান সরকার, সদস্য ওসমান হারুনী ও গুরুদাস সহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বৈষম্য বিরোধী ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন