সরিষাবাড়ীতে নবাগত ইউএনও অরুন কৃষ্ণ পালের যোগদান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক \

জামালপুরের সরিষাবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন অরুন কৃষ্ণ পাল। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এর আগে সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে নবাগত ইউএনও যোগদান উপলক্ষ্যে বরণ অনুষ্ঠান ও সাবেক ইউএনও বদলীর প্রেক্ষিতে বিদায় অনুষ্ঠান অনুষ্টিত হয়। এ সময় নবাগত ইউএনওকে বরণ করে নেন উপজেলা প্রশাসন। তাকে বরণের সময় সাবেক উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠন এর কর্মীরা, বিভিন্ন জাতীয় / স্থানীয় পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রমতে জানা যায়, ২০২৩ সনের ৩১ আগস্ট ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যোগদান করেন অরুণ কৃষ্ণ পাল। যোগদানের পর থেকেই সততা ও দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করে গিয়েছেন ৩৫তম বিসিএসের এই কর্মকর্তা। সরিষাবাড়ীতে তার বদলী হওয়ায়  গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে নান্দাইল প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় তাকে। এ ছাড়াও ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল  এর ক্যারিশমেটিক নেতৃত্বে উপজেলার ইতিহাসে রেকর্ড পরিমাণ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। বছরের পর বছর অসাধু ও প্রভাবশালী ব্যক্তিদের দখলে থাকা সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার করায় ইউএনও অরুণ কৃষ্ণপাল সর্বস্তরের জনগণের প্রশসংসায় ভাসছিলেন। এ ছাড়াও তবে বাল্য বিবাহ, মাদক, জুয়া, নারী নির্যাতন সহ বিভিন্ন সেবা কার্যক্রম ও সরকারি জমি উদ্ধারে নিরলস কাজের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করে এসেছেন তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)