নিজস্ব প্রতিবেদক \
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজারে অবস্থিত জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়ে রবিবার মরহুম মামুনুর রশিদ এর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন, দিগপাইত ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান মহব্বত সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। জানা যায়, ১৯৯০ইং সালে মরহুম মামুনুর রশিদের স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয় মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়। যার প্রতিষ্ঠাতা এডভোকেট মোঃ খলিলুর রহমান। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মরহুম মামুনুর রশিদ ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। তার সেই স্মৃতিকে স্মরণ রাখার জন্য এডভোকেট খলিলুর রহমান প্রতিষ্ঠা করেন মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়। যা আজ জামালপুর জেলায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন