"দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন" পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক নুরুল হক জঙ্গী আর নেই

মোঃ সাইদুর রহমান সাদী
0

নুরুল হক জঙ্গী

মোঃ সাইদুর রহমান সাদী ।। 

জামালপুর জেলার প্রথিতযশা সাংবাদিক, "দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন" পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক নুরুল হক জঙ্গী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রাত আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম নুরুল হক জঙ্গী মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের গোবিন্দপুর নাংলা কাঠপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ কবিরত্ব এর সুযোগ্য পুত্র ছিলেন। তিনি ছিলেন ১৯৮০ সালে মেলান্দহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি। আশির দশকে সাংবাদিকতা শুরু করে তিনি "সাপ্তাহিক দর্পণ" ও "দৈনিক জাহান" পত্রিকার মেলান্দহ প্রতিনিধি হিসেবে কাজ করেন। পরবর্তীতে নিজের উদ্যোগে "দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন" পত্রিকা প্রতিষ্ঠা করেন এবং সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন সদালাপী ও আপসহীন একজন তুখোড় কলম সৈনিক। তার নেতৃত্ব ও প্রজ্ঞার কারণে জামালপুরের সাংবাদিক সমাজে তিনি ছিলেন দিকপাল গুরু হিসেবে পরিচিত। সাংবাদিক মহলে সবার কাছে তিনি "জঙ্গী দাদা" নামে সমাদৃত ছিলেন।

তিনি চার কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে জামালপুরের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন নুরুল হক জঙ্গীকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।

তার মৃত্যুতে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার পরিবার এবং সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)