পিয়ারপুরে কমিউটার ট্রেনের টিকেট কাউন্টার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ছাইদুর রহমান।। 

জামালপুর-ময়নসিংহ রেল সেকশনের পিয়ারপুর রেলওয়ে স্টেশনে বেসরকারি  কমিউটার ট্রেনের  টিকিট কাউন্টার দখল  নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দুপক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পিয়ারপুর রেলওয়ে স্টেশনে বেসরকারি জামালপুর কমিউটার ট্রেনের টিকেট কাউন্টার দখল নেয়ার জন্য দুইপক্ষের শতাধিক সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে ৪-৫জন আহত হয়েছেন।

বর্তমান কাউন্টারের দায়িত্বে থাকা স্থানীয় ডিস ব্যবসায়ী দিদারুল ইসলাম লাভলু ও ইটাইল ইউনিয়ন পরিষদ সদস্য মোকসেদ (আওয়ামী পন্থী) এর লোকজনের সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সমর্থক সৌরভ ও তরিকুলসহ তাদের অনুসারীদের প্রথমে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরবর্তীতে সংঘটিত সংঘর্ষের কারণে বর্তমানে কাউন্টারের দায়িত্বে থাকা দিদারুল ইসলামের পক্ষের ৪-৫ জন আহত হন। আহতদেরকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।

জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুল ইসলাম জানান, ইউনিয়ন ছাত্রদলের সমর্থক পরিচয়দানকারী সৌরভ ও তরিকুল তাদের দলের কেউ নন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)