১১ মাস ধরে বন্ধ : যমুনা সারকারখানা চালুর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

যমুনা সারকারখানায় উৎপাদন চালুর দাবিতে গণঅধিকার পরিষদের উদ্যোগে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ী প্রতিনিধি ।।

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সারকারখানা বন্ধ ১১ মাস ধরে। আগামী একমাসের মধ্যে গ্যাস সরবরাহ করে পুনরায় উৎপাদন চালুর দাবিতে গণঅধিকার পরিষদ (জিওপি) মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। আজ শনিবার সকালে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে কারখানার প্রধান ফটকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন।

এসময় বক্তারা বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ১৫ জানুয়ারি থেকে যমুনা সারকারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর থেকে টানা ১১ মাস ধরে ইউরিয়া উৎপাদন বন্ধ করে আভ্যন্তরিন চাহিদা মেটাতে উচ্চমূল্যে সার আমদানি করে। অথচ যমুনার একটন সার উৎপাদন খরচ ৩৭ হাজার টাকা, আর সমপরিমাণ সার বিদেশ থেকে আমদানি করতে খরচ লাগে প্রায় একলাখ টাকা। যমুনার সার গুণমান উন্নত হলেও আমদানিনির্ভর হওয়ায় সরকারকে একদিকে লোকসান গুণতে হচ্ছে, অন্যদিকে কমান্ডিং এলাকায় সার সঙ্কট দেখা দিতে পারে। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকায় মুল্যবান যন্ত্রাংশ বিকল হয়ে পড়ার আশষ্কা দেখা দিয়েছে। তারা অভিযোগ করেন, যমুনা সারকারখানাকে ঘিরে বিগত সময়ে জেলা শহর থেকে এসে দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। কর্মকর্তারাও চেয়ার টেকাতে সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছিল। এখন বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অন্তর্র্বতীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে, কারও অন্যায়-অপকর্ম করার সুযোগ নাই। বিগত সময়ের মতো দুর্নীতি কিংবা সিন্ডিকেটের মাধ্যমে কারখানা চালাতে চাইলে প্রতিরোধ করা হবে। বক্তারা আগামী একমাসের মধ্যে কারখানা চালু না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। অতিদ্রুত কারখানা চালু না হলে কৃষক বিপ্লব ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এসময় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সহ-সভাপতি আল-আমিন মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মোহন, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সাগর, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈম ইসলাম প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন জেলা গণঅধিকার পরিষদের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম শাহীন। পরে একটি বিক্ষোভ মিছিল সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর মহাসড়ক প্রদক্ষিণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)