মন্তব্য কলাম : জামালপুরের সাংবাদিক জগতের ধ্রুবতারা নূরুল হক জঙ্গীর প্রস্থানে আমরা শোকাহত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মোঃ রাশেদুর রহমান রাসেল

জামালপুরের সাংবাদিক জগতের ধ্রুবতারা নূরুল হক জঙ্গীর প্রস্থানে আমরা দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকা পরিবার গভীরভাবে শোকাহত। পাশাপাশি দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই এই শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। তাকে নিয়ে লিখতে গেলে কৃতজ্ঞতায় আর শ্রদ্ধায় যেমন মাথা নুয়ে আসে। তেমনি তার এই চলে যাওয়ার কথা মনে করলেই নিজের অজান্তে অশ্রুসজল হয়ে ওঠে দুটি চোখ। আমার আজকের আমি হয়ে ওঠার পিছনে তার অবদান অনেক বেশি। তার সাহচর্যে আমার জ্ঞানের পরিধি যেমন বিস্তৃত হয়েছে। তেমনি তার কাছ থেকে শিখেছি কিভাবে আর কতটা আন্তরিকতার সাথে নিবিড় পরিচর্যায় একটি পত্রিকাকে প্রসব করতে হয়। কতটা কঠোর পরিশ্রম আর সাধনা নিয়ে পত্রিকার জন্য দিনরাত এক করে দিতে হয়। তার অনুপ্রেরণা আর দিকনির্দেশনায় আমি আজ এতদূর আসতে পেরেছি। তার অনুপস্থিতি আমাকে জীবনের শেষদিন পর্যন্ত অভিভাবকহীন করে গেছে। আমি ওপারে তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তার সাথে সাথে একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হলো জামালপুরের সাংবাদিকতার আকাশ থেকে। জামালপুরবাসী এই অভাব কোনকিছুতেই পূরণ করতে পারবে না। আমরা তাকে স্মরণ করবো আমাদের সাহসী সাংবাদিকতা অব্যাহত রাখার মধ্য দিয়ে। এই হোক শোককে শক্তিতে রূপান্তরের চেতনায় আমাদের দাদা সাংবাদিকগুরু নূরুল হক জঙ্গীকে ধারণ।

লেখক: সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)