ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলা কর্তৃক নান্দিনায় রেলওয়ের জমির গোপন লিজ বাতিলের দাবি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ছাইদুর রহমান \

জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকার জমি থেকে উচ্ছেদ অভিযান বন্ধের দাবি এবং গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলা কর্তৃক রেলওয়ের গোপন লিজ বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁসিয়ারি উচ্চারণ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ১০ ডিসেম্বর মঙ্গলবার নান্দিনা রেলগেট এলাকায় অনুষ্ঠিত এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এই হুঁসিয়ারি দেয়া হয়। মানববন্ধনে  বক্তব্য রাখেন  আব্দুর রহিম পন্ডিত,  নওয়াব হোসেন জুয়েল, আব্দুস সুলতান, তাজুল ইসলাম, ডা: ইয়াছিন আলী আকন্দ, মাহমুদ ইসলাম  মানিক,  জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আলম সরকার, মাসুদ আলম কারী, লোকমান হোসেন, রুকন, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম রতন, জালাল উদ্দিন।

মানববন্ধনে বক্তারা বলেন, নান্দিনা রেলওয়ের স্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ের জমিতে বসবাসরত ও ব্যবসা প্রতিষ্ঠানের দখলকৃত জমিতে আমরা দীর্ঘদিন ধরে বসবাস ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছি। বর্তমানে কতিপয় কুচক্রি মহল আমাদের অগোচরে নান্দিনা রেল স্টেশনের জমি তাদের নামে অবৈধভাবে লিজনাম করে নিয়েছে। উক্ত বিষয় নিয়ে আমরা রেলের জমিতে বসবাসকারী ও ব্যবসায়ীরা আদালতে একটি মামলা দায়ের করি। উক্ত মোকদ্দমা বিচারে নিষেধাজ্ঞা জারি হয়ে আদালত ২০ দিনের মধ্যে বাংলাদেশ রেলওয়ের উপর কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। কিন্তু বাংলাদেশ রেলওয়ে কোনো প্রকার কারণ দর্শানোর জবাব প্রদান করেনি। জবাব প্রদান না দিয়েই কুচক্রি মহলটি গত বৃহস্পতিবার এলাকায় মাইকিং প্রচার করে যে, ১০ ডিসেম্বর মঙ্গলবার নান্দিনা রেলওয়ের জমি থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এলাকাবাসীর ঐক্যবদ্ধের কারণে গতকাল উচ্ছেদ অভিযান চালাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

হরিজন বাসিন্দা বলেন, আমরা এখন কোথায় যাবো। আমাদের ঘর ভেঙে জমি দখল করে নিবে। আমরা লিজ নিয়ে এখানেই থাকতে চাই।  স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আলম সরকার জানান, আমরা রেলওয়ে জমির গোপন লিজ বাতিলের দাবি জানাই। পাশাপাশি  তারা  আরো বলেন,  আমরা  দীর্ঘদিন  যাবৎ রেলওয়ের এ জমিতে ব্যবসা বাণিজ্য করে সংসার চালাই। এ জমি যদি প্রকাশ্যে লিজ দেওয়া হত কিংবা লিজের ব্যাপারে আমরা জানানো হত তাহলে সেই জমির লিজ আমরাই নিতাম। কিন্তু গোপনে এ জমি  লিজ দেওয়ায় এখন আমরা বিপদে পড়েছি। তারা আরও বলেন, এসব জমিতে শুধু ব্যবসায় প্রতিষ্ঠান নয়, অমাদের বসত ঘরও রয়েছে। এখন যদি এসব বসত ঘর ভেঙ্গে দেওয়া হয়, তাহলে আমরা কোথায় যাবো?

প্রসঙ্গক্রমে নান্দিনা রেলগেট এলাকার ব্যবসায়ী পল্লীচিকিৎসক ইয়াছিন আলী আকন্দ জানান, আমরা উচ্ছেদ অভিযান চাই না। কেউ যদি রেলওয়ের জমিতে অবৈধভাবে বসবাস করেই থাকে তাহলে তাকে যেন বৈধভাবে বসবাস করার সুযোগ করে দেয়া হয়।

মানববন্ধনে বিশিষ্ট রাজনীতিবিদ নওয়াব হোসেন জুয়েল বলেন, রেলের সাবেক ডিজির বাড়ী আমাদের প্রতিবেশি শ্রীপুর ইউনিয়নে। রেলের ডিজির ভাগ্ন্যের মাধ্যমে রাতের অন্ধকারে গোপনে লিজ দিয়েছে। সাবেক রেলের ডিজি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলা ছিল। তারা মোটা টাকা ঘুষ খেয়ে অবৈধভাবে গোপনে রেলের জমি লিজ  দিয়েছে আমরা তা মানিনা। এই লিজ বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলেও তিনি হুঁসিয়ারি উচ্চাচরণ করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)