ছাইদুর রহমান \
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় আলোচনা ও দোয়া মাহফিল করেছে জামালপুর সদর উপজেলার নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজ। ৮ ডিসেম্বর রোববার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শহীদুজ্জামান। বক্তব্য উপস্থাপন করেন একাউন্টিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আক্কাস আলী, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল হাকিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাহবুব-উল আলম, জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর সদর (পূর্ব) শাখার সদস্য সচিব আসলাম উদ্দিন। বক্তাগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার এই অভ্যুত্থানে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। জনমতকে উপেক্ষা করে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলে রাখার কারণেই বিপ্লব অনিবার্য হয়ে উঠেছিল বলে মত প্রকাশ করেন। ভবিষ্যতে কোন দেশি-বিদেশী আপশক্তি যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে না পারে সেই জন্য ছাত্র সমাজকে সোচ্চার থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে অত্র কলেজের সকল শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন