ইসলামপুরে হানাদার মুক্ত দিবস উপলেক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ইসলামপুর প্রতিনিধি ।।

জামালপুরের ইসলামপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধা শাহ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে বাংলার অকুতোভয় মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ইসলামপুর উপজেলার প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। গত ৭ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কমান্ডার মো: তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা এ.এল.এম.রেজুয়ান, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, আ: বাছেদ, ডা: রুহুল আমীন, জহুরুল ইসলাম ফুলু, আ: রশিদসহ অনেকেই। আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা বলেন, ১১নং সেক্টর কমান্ডারের নির্দেশে ইসলামপুর উপজেলা ফকিরপাড়াা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহ মো. জালাল উদ্দিন কোম্পানির মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধারা ইসলামপুর সিরাজাবাদ এলাকাসহ বিভিন্ন স্থানে গেরিলা যুদ্ধ চালান এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে ইসলামপুরের মাটিতে প্রথম বিজয় পতাকা উত্তোলন করেন। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ ও বাংলাদেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসলামপুর মডেল মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)