বাঁশচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল কারাগারে

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

আব্দুল জলিল 

ছাইদুর রহমান \

জামালপুর সদর উপজেলার ৮নং বাঁশচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল (৬৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গত আগস্টে ছাত্র জনতার উপর হামলা ও নাশকতা চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার বিকেলে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন মাননীয় আদালত। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল গ্রেফতার হওয়ায় এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে অনেকেই গা ঢাকা দিয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)