জামালপুর সদর উপজেলার ৮নং বাঁশচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল (৬৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গত আগস্টে ছাত্র জনতার উপর হামলা ও নাশকতা চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার বিকেলে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন মাননীয় আদালত। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল গ্রেফতার হওয়ায় এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে অনেকেই গা ঢাকা দিয়েছেন।
বাঁশচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল কারাগারে
personদৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
ডিসেম্বর ১৯, ২০২৪
0
share
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । পত্রিকাটি ২০১৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। The Daily Sotyer Sondhane Protidin -
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাশেদুর রহমান রাসেল
নির্বাহী সম্পাদক : মোঃ সাইদুর রহমান সাদী।
সহ-সম্পাদকঃ মোঃ আতাউর রহমান সানি।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক কুটামনি বানু হাজী সাহেবের বাড়ী, জামালপুর থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ইসলামপুর রোড (বাগানবাড়ী), জামালপুর থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মায়ের আঁচল মার্কেট, কুটামনি (দামেশ্বর ঘুন্টি রেল ক্রসিং সংলগ্ন), সরিষাবাড়ী রোড, জামালপুর।
মোবাইল:
০১৯০১-৪৫০৫০০ (সম্পাদক),
০১৯০১-৪৫০৫০১ (নির্বাহী সম্পাদক),
০১৯০১-৪৫০৫০৭ (সহ-সম্পাদক),
০১৯০১-৪৫০৫১১, ০১৯০১-৪৫০৫১২ (বার্তা বিভাগ),
০১৯০১-৪৫০৫১৩, ০১৯০১-৪৫০৫১৪ (সার্কুলেশন বিভাগ), ০১৯০১-৪৫০৫১৫, ০১৯০১-৪৫০৫১৬ (বিজ্ঞাপন বিভাগ),
ই-মেইল : dssprotidin2014@gmail.com
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট 👇
আরও দেখানঅপরাধ
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন