ফুলবাড়ীতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে “আমি হব” প্রতিযোগিতা/২০২৪ অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা \

মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী পরিশোধ সভাকক্ষে ফুলবাড়ী ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে, ব্র্যাক অফিসের সযোগীতায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে “আমি হব” প্রতিযোগিতা/২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ৩৯ টি ব্র্যাক স্কুলের ৩৯ জন শিক্ষার্থীদের অংশগ্রহণ বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তিনজন প্রতিযোগী তিন বিষয়ের উপর প্রথম দিন তৃতীয় স্থান অধিকার করেন। ১ম স্থান অধিকার করে, ঘরোয়ার পার ব্র্যাক স্কুলের শিক্ষার্থী কানিজ ফাতেমা, ২য় স্থান অধিকার করেন নন্দের কুটি ব্র্যাক স্কুলের শিক্ষার্থী সিদ্রাতুল সুবা ও ৩য় স্থান অধিকার করে জায়গীরতারী ব্র্যাক স্কুলের শিক্ষার্থী সোহেল রানা। অনুষ্ঠানে এই তিনজন বিজয়ী কে কেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা র্ব্যাক শিক্ষা প্রকল্পের ম্যানেজার নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবীর, সহকারী শিক্ষা কর্মকর্তা ইয়াসিন আলী, দীপিকা রানী, ব্র্যাক কর্মসূচির সংগঠক লক্ষণ চন্দ্র, রোজিনা খাতুন, ব্র্যাক আইসিটি কর্মকর্তা সুইটি সরকার। প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুক্তা শেখ, জসি মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মর্জিনা বেগম। পরে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সুজনের কুটি ব্র্যাক স্কুলের শিক্ষিকা জুঁই খাতুন, সিট রাবাইতারী র্ব্যাক স্কুলের শিক্ষিকা রিনা আক্তার। আরো উপস্থিত ছিলেন, বাড়ি ব্র্যাক অফিসের কর্মকর্তা বৃন্দ, উত্তর বড়ভিটা ব্র্যাক স্কুলের সভাপতি মইনুদ্দিন সেলিম, শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সহ ৩৯টি স্কুলের শিক্ষকাগণ উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)