নিজস্ব প্রতিবেদক ।।
বৈষম্যবিরোধী আন্দোলনে জামালপুরে জেলার ১৭জন শহীদের স্মরণে জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট ট্রাই সিরিজ শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে নেপাল নেক্সাস বনাম জামালপুর ডিএসএ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে জিলা স্কুল মাঠে এ ক্রিকেট ট্রাই সিরিজের উদ্বোধন করেন শহীদ সবুজের পিতা মোহাম্মদ আলী।
জেলা ক্রিকেট ক্লাব এসোসিয়েশন আয়োজিত জেলা ক্রিকেট ক্লাব এসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের সভাপতিত্বে ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবিদ সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলাপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একে আব্দুল্লাহ বিন রশিদ।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাছ প্রমুখ।
বক্তারা বলেন, জেলার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার জন্য নানা ধরনের টুর্নামেন্টের আয়োজন করছে ক্রীড়া সংস্থা। আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে সেই অগ্রযাত্রা পরিস্ফুট হলো। যুব সমাজকে মাদকের হাত থেকে ক্রীড়ামুখী করে তোলাই আমাদের উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন