মাদারগঞ্জে কৃষক সমাবেশ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


মাদারগঞ্জ প্রতিনিধি ।।

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ৫নং জোড়খালী ইউনিয়ন কৃষকদলের আয়োজনে দিঘলকান্দি আলহাজ্ব করিমুজ্জামান তালুকদার আলিম মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জোড়খালী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. ঠাণ্ডু মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালেহীন মাসুদ সবুজ, যুগ্ম আহবায়ক কৃষিবিদ শেখ ফরিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন, জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি  মজিবুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি বজলুর রশিদ বাবলু প্রমুখ।  

এসময় উপজেলা, ইউনিয়ন কৃষকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)