দেওয়ানগঞ্জ প্রতিনিধি।।
জামালপুরের দেওয়ানগঞ্জে ৮ টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে ৭৪ জন গ্রাম পুলিশকে শীতবস্ত্র প্রদান করা হয়। দেওয়ানগঞ্জ মডেল থানা চত্বরে পুলিশ সুপারের পক্ষে এসব শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার। এ সময় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান,ডিবি ২ এর ওসি সোহেল রানা, সহ অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, শীতকালে অপরাধ ঠেকাতে কষ্ট করে ডিউটি পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা। বিশেষ করে রাত্রীকালীন ডিউটিতে তাদের শীতের কারণে ভোগান্তি পোহাতে হয়। তাদের কষ্টের কথা চিন্তা করে এসপি স্যার গ্রাম পুলিশদের শীত নিবারণে শীতবস্ত্র (জ্যাকেট) প্রদান করেছেন যা তাদের শীত নিবারনে কাজে লাগবে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন