ঝাওলা গোপালপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের মানববন্ধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ছাইদুর রহমান \

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড, নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর সদর (পূর্ব) শাখা মানববন্ধন করেছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা (পূর্ব) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির হোসেন,  সদস্য সচিব আসলাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, কার্যকরি সদস্য মাহফুজ আল সাইফ, শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন, ঘোড়াধাপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান শান্ত, বাঁশচড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাদেক, লক্ষীচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান। উক্ত মানববন্ধনে অনন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)