দেওয়ানগঞ্জে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


দেওয়ানগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের দেওয়ানগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ৯ ঘটিকায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সকাল ১১:৩০ ঘটিকায় কৃষক দলের  পৌর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে, র‍্যালীটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে শেষ হয়। 

এরপর পৌর কৃষক দলের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রসিদ সাদা । অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মনজুরুল হক মঞ্জু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক  বাবু শ্যামল চন্দ্র, এ কে এম মুছা, মো. মাসুদ হাবিব পলিন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজিদুল ইসলাম , উপজেলা যুবদলের আহ্বায়ক মনজু হোসেন। 

উপজেলা যুবদলের ১নং আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন, পৌর যুবদলের আহ্বায়ক আলতাব হোসেন, পৌর যুব দলের এক নং আহবায়ক ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সচিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডল, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান সানি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার নেই, আওয়ামীলীগ দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। তারা ক্ষমতায় থেকে সব সেক্টরের দুর্নীতি করেছে। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি কাজ করে যাচ্ছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)