ছাইদুর রহমান।।
জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে অভিযান চালিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার ২১ ডিসেম্বর রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর সদর উপজেলা শাখার সহ সভাপতি ও জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক দুই বারের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল এবং খড়খড়িয়া ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জহুরুল ইসলাম। রোববার ২২ ডিসেম্বর গ্রেফতারকৃতদের জামালপুর সদর থানায় সোপর্দ করার মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হয়।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল নান্দিনা মধ্যবাজারে প্রতিদিনের মতো তার ছেলের আকাশ মেডিকেল হলে বসে ওষধ বিক্রি করছিলেন। শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল তার ওষধের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তিনি নান্দিনা বাজার বাসিন্দা মরহুম শাহ আলী মাষ্টারের বড় ছেলে। অপরদিকে আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলামকে নান্দিনা মাছ বাজার থেকে গ্রেফতার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক সাংবাদিকদের জানান, আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর হামলা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, ছাত্রজনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আক্তারুজ্জামান বেলালের নাম না থাকলেও তার সংশ্লিষ্টতা রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (২২ ডিসেম্বর) তাদের আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৩ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর হামলা এবং বিএনপির অফিসসহ নেতাদের উপর হামলার ঘটনায় জামালপুরে এ পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন