জামালপুরে বর্গাচাষীর ফসল বিনষ্টের অভিযোগ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক \

জামালপুরের মেষ্টায় ভয়ংকর দম্পতি জবরদখলদারদের ভাড়াটে গুন্ডাবাহিনী কর্তৃক এক হতদরিদ্র বর্গাচাষীর স্বপ্ন সন্ত্রাসী কায়দায় ধুলায় মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হলুদ ফুলে ভরা সরিষা ক্ষেতটি হাল জুড়ে নষ্ট করে দিয়ে অট্টহাসি হেসেছেন ভয়ংকর চরিত্রের সেই জবরদখলদার দম্পতি ঝুমানা খান ও তার স্বামী হাফিজুর রহমান সোহাগ। জানা গেছে, জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের খানবাড়ীর আমেরিকা প্রবাসী অংকন খানের ভোগদখলকৃত জমির বর্গাচাষী সুলতানের ১৪ শতাংশে লাগানো প্রায় পরিপক্ক সরিষার ক্ষেতে জবরদস্তি হাল জুড়ে হতদরিদ্র বর্গাচাষীর স্বপ্ন ধুলায় মিশিয়ে দিয়েছে জবরদখলদার ঝুমানা খান ও তার স্বামী হাফিজুর রহমান সোহাগ। এবিষয়ে বর্গাচাষী সুলতান বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জামালপুর সদর থানার এসআই অরুণ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অপরদিকে ভুক্তভোগী ক্ষতিগ্রস্থ বর্গাচাষী সুলতান তার রোপিত ফসল বিনষ্টকারী দম্পতি সন্ত্রাসী ঝুমানা খান ও তার স্বামী হাফিজুর রহমান সোহাগকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার দাবী করেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)