নিজস্ব প্রতিবেদক \
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ডেংগাড়গড়ে জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বর্বোরোচিত অভিযোগ উঠেছে। হামলায় ৬ জন হাসপাতালে মৃত্যুযন্ত্রনায় কাতরানোর অভিযোগ পাওয়া গেছে। হামলায় হাসপাতালে থাকা আহতদের অভিযোগে জানা যায়, ২ ডিসেম্বর সোমবার বেলা ১.১৫ মি: দিকে তাদের নিজ দখলীয় জমিতে পূর্ব পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়, প্রতিপক্ষের লাঠিয়াল বাহিনী। এতে আহত হন ডেংগাড়গড় উত্তরপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র ইদ্রিস বলী (৫৬), মৃত ছইম উদ্দিনের ছেলে জুলহাস উদ্দিন (৬০), মৃত মোহাম্মদ আলীর ছেলে শাহাব উদ্দিন (৭৫), মৃত জাবেদ আলীর পুত্র তায়েজ উদ্দিন (৬০) ও রজব আলী (৬০)। এদের প্রত্যেককেই লোহার রড ও লাঠির আঘাতে মাথায় প্রচন্ড জখমি নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে কাতরাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন অস্ত্রের মাধ্যমে হামলায় অংশ নেন, একই গ্রামের আয়নাল হকের পুত্র মোরাদ আলী, ফরহাদ আলী, বিল্লাল হোসেন, মোরাদের পুত্র হৃদয়, ফালুর পুত্র সাগর ও কয়েকজন অস্ত্রধারী মহিলা। আহতের পরিবার জানায়, তাদের দখলীয় জমিতে জোরপূর্বক দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে গায়ের জোরে অন্যায়ভাবে এ হামলায় মেতে উঠে ওরা। এ ঘটনায় সন্ত্রাসীদের শাস্তির দাবিতে আইনের আশ্রয় নিবেন বলে জানা গেছে। এ বিষয়ে দোষী ব্যক্তিদের বক্তব্য নিতে চাইলেও কাউকে পাওয়া যায়নি।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন