ইসলামপুরের যমুনার দূর্গমচরে অসামাজিক কর্মকান্ডের মূলহোতা আব্দুল হামিদ আটক

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক \

জামালপুরের ইসলামপুরের যমুনার দূর্গচরাঞ্চলে অসামাজিক কর্মকান্ডের মূলহোতা সাপধরী সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার সাপধরী ইউপির কাঠমা কৃষ্ণ নগর এলাকার মৃত জাকেদ আলী প্রমাণিকের ছেলে আব্দুল হামিদ দীর্ঘ ২০/২২ বছর ধরে চর এলাকায় অবৈধ যাত্রাপালা, নাটক জুয়া, ত্রাস, ভূমি দখল, ডাকাতীসহ নানান অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ছিল। দীর্ঘ দিন ধরে তার নেতৃত্বে সাপধরী ইউপি ও সারিয়াকান্দি থানা সীমান্ত টগারচর এলাকায় অবৈধ অসামাজিক যাত্রাপালা ও জুয়ার আসর চলে আসছিল। এতে ওই দুর্গম চরাঞ্চলের সামাজিক অবক্ষয়সহ চুরি, ডাকাতি আশংকা ও আতংকে দিন কাটছিল এলাকাবাসীর। এলাকাবাসীর সচেতন মহলের নিকট এই খবর পেয়ে গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক যাত্রা পালার স্টেজ সহ অন্যান্য সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে দেয় এবং অসামাজিক কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে আব্দুল হামিদকে আটক করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। এব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, ভূমিদস্যু, ডাকাত, চর এলাকার ত্রাস, অশ্লীলযাত্রাপালাসহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কাঠমা  কৃষ্ণনগর এলাকার হামিদ ডাকাত কে গ্রেফতার করে শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদা দাবি, সন্ত্রাসী কার্যকলাপ, ভূমি দখল, ত্রাস সৃষ্টি সহ অরাজক পরিস্থিতি সৃষ্টি করার অপরাধে সে সহ ৪জন এজাহার নামীয় ব্যক্তির বিরুদ্ধে উক্ত এলাকার মোঃ হুমায়ুন কবীর বাদী হয়ে ইসলামপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)