মাদারগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পলাশপুর গ্রামে ৭ দিন ব্যাপী জামাই মেলা শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে জামাই মেলা সিজন-৩ উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড.আশারাফুর রহমান। সভাপতিত্ব করেন মেলা উদযাপন পরিষদের সভাপতি খালেদ মাসুদ সোহেল তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম -সেবা, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শফিউল আজম রাসেল চৌধুরী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান। জামাই মেলায় বিভিন্ন ধরনের দোকান রয়েছে। ছোটদের খেলনা দোকান, ও পুতুল নাচ,নাগরদোলা এবং সারি সারি মাছের দোকান, জিলাপি দোকান, খাবার হোটেল।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন