শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক \

জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিদায় অনুষ্ঠানে শিক্ষানুরাগী হাফিজুর রহমান হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমীন, শ্রীরামপুর বহুমুখী  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রবিউল আওয়াল খান, শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষক মুহাম্মদ ইলিয়াছ উদ্দিন, মো. আনোয়ার হোসেন, সুলতান নগর সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মনির হোসেন,বিদায়ী শিক্ষার্থী রায়হানা জান্নাত নিদি, আয়শা, হাসান, ২য় শ্রেণীর শিক্ষার্থী আদিলা সহ আরো অনেকে। 

এ সময় প্রধান অতিথি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। এক সময় শহরের প্রাইভেট নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস পার্টি  কিংবা বিদায় অনুষ্ঠান হতো। আজ সেই বিদ্যায় অনুষ্ঠান তথ্য প্রযুক্তির এই সময়ে এখন একেবারে তৃণমূল পর্যায়ে এসে পৌছেছে। এতে করে শিক্ষার্থী এখান থেকেই সব কিছুর সাথে মানিয়ে নিতে শিখছে। পরে দেশ জাতি ও  শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)