মাদারগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরে মাদারগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ৫ টার দিকে উপজেলার বালিজুড়ী খাদ্য গুদামে এ ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহাদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল্লাহ, বালিজুরি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাসরিন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ। চলতি মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ১০২৭ মেট্রিক টন ধান, ৪৭ টাকা দরে ৩৬১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন