নুরুল আমীন বাদশা
ছাইদুর রহমান।।
জামালপুর সদর উপজেলার নান্দিনা বড়বাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন নুরুল আমীন বাদশা । তাঁর বাবার নাম ছিল নায়েব আলী সরকার। বাদশার বাবা ১৯৫৪ সনে ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। ১৯৪৩ সনের ২৪ অক্টোবর জন্মগ্রহণ করেন নুরুল আমীন বাদশা। নুরুল আমীন বাদশা আজ আমাদের মাঝে না থাকলেও রয়ে গেছে তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতি। তার রাজনৈতিক, সামাজিক ও ধমীয় প্রয়োজনে সবার সহযোগিতা নিতেন। তিনি সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে মিশতে পারতেন। ভালো আচরণ করে চলতে পারতেন। একজন সিনিয়র মানুষ হিসেবে নুরুল আমীন বাদশাকে এলাকার ছোটবড় সবাই সম্মান করতেন। তাঁর প্রচেষ্টায় ’৯১-এর বিএনপির আমলে স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হককে ধরে নান্দিনায় প্রথম আন্ত:নগর এক্সপ্রেক্স ট্রেনের বিরতি এনেছিলেন। নান্দিনা থানা, নান্দিনা উপজেলা বাস্তবায়নের জন্য কাজ করেছেন। চেষ্টা করেছেন। তিনি রাজনৈতিক কর্মকান্ড ছাড়াও বিভিন্ন সামাজিক ও ধমীয় কাজে সম্পৃক্ত ছিলেন। ছোটবেলায় থেকেই তিনি রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। জানা গেছে, ১৯৬২ সনে ছাত্র ইউনিয়নে রাজনীতি শুরু করেন তিনি। ছাত্র ইউনিয়নের মতিয়া চৌধুরী গ্রুপের নেতৃত্ব দিয়ে ১৯৬৭ সনে মতিয়া চৌধুরীকে নান্দিনায় আনেন এবং নান্দিনা রেল স্টেশনে জনসভা করেন। এরপর জামালপুর নিরালা সিনেমা হলে মতিয়া চৌধুরীকে নিয়ে সম্মেলন করেন। ওই সম্মেলনে এড. মরহুম নজরুল ইসলামকে সভাপতি এবং নুরুল আমীন বাদশা সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। ‘৬২তে আইয়ুব খানের আমলে হামিদুর রহমান শিক্ষা রিপোটের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন বাদশা । ৬৩ সনে নান্দিনা পাইলট স্কুলের প্রথম ছাত্রসংসদ নিবাচনে নুরুল আমীন বাদশা পূর্ণ প্যানেল জয়ী হয়। ৬৬তে সর্ব দলীয় ছাত্র সংগ্রাম পরিষদ থেকে ১১ দফা দাবি আদায়ে নেতৃত্ব দেন। ৬৭ সনে জামালপুর মহকুমার ছাত্র ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৯ এ জামালপুর থানাকে দুভাগ করে সর্ব দলীয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবং পূর্ব জামালপুরে হরতালসহ নানা আন্দোলনে নেতৃত্ব দেন। ওই বছর ২০ ফেব্রুয়ারি বর্তমান বাঁশহাটাস্থ শহীদ মিনার স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করেন। ‘৭৪ এ ন্যাপের জামালপুর মহকুমা শাখার সদস্য এবং ১৯৮০ সনে গ্রাম সরকার প্রধান নির্বাচিত হন। ১৯৮০ সনের মার্চ এপ্রিলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নান্দিনা পশ্চিম বাজার সন্যাসী খাল খনন কমসূচিতে নেতৃত্ব দেন। ৮২তে তিনি জাপায় যোগদান করেন। ১৯৮৯-৯০ নান্দিনা নেকজাহান এবং ৯০ থেকে ৯৩ নান্দিনা কলেজের গভনিং বড়ির সদস্য নিবাচিত হন। ২০১১ সনে তিনি জেলা জাতীয় পাটির সহ-সভাপতি হন। গত ২০১৫ সনের ২৯ মার্চ নুরুল আমীন বাদশা না ফেরার দেশে চলে গেছেন। মহান খোদা তায়ালা বাদশাকে যেন জান্নাত দান করেন-আমিন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন