ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মঙ্গলবার ও বুধবার দুই দিন ব্যাপী উদয়াঙ্কুর সেবা সংস্থার সভা কক্ষে একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায়, ইউএসএস-এর বাস্তবায়নে, এমপাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইন্ড ম্যারেজ প্রজেক্টের সৌজন্যে ৩০ জন অধিকারভোগী নিয়ে গবাদি পশু পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গবাদিপশু পালনের মাধ্যমে পরিবারে আয় বৃদ্ধি পাবে এবং বাল্যবিবাহের পরিবর্তে মেয়েশিশুরা লেখাপড়া চালিয়ে যাবে এটাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম। কেসওয়ার্কার রিম্পা রাণী, ইয়ুথফেলো মারুফ শেখ।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন