জামালপুরে বিএডিসির উদ্যোগে ২ দিন ব্যাপী চাষি প্রশিক্ষণ কর্মশালা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক \

জামালপুরে বিএডিসির কন্ট্রাক গ্রোয়ার্সের উদ্যোগে ২ দিন ব্যাপী চাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে কন্ট্রাক  গ্রোয়ার্স অফিস চত্বরে  প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এবং রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এনট্রিপ্রিনিউিশপ এন্ড রেসিলাইন্স ইন বাংলাদেশ (পার্টনার)  প্রকল্প আওতায় ২ দিন ব্যাপী চাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর বিএডিসি কন্ট্রাক গ্রোয়ার্সের উপ পরিচালক সঞ্জয় রায়ের সভাপতিত্বে চাষি প্রশিক্ষণে উদ্বোধন ও সমাপনী ও সনদ বিতরণ অনষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ঢাকা বিএডিসি কন্ট্রাক গ্রোয়ার্স ডিভিশনের যুগ্মব্যাবস্থাপক আসাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন টাঙ্গাইল মধুপুর বিএডিসি (বীপ্রকে) যুগ্ম পরিচালক রিয়াজুল ইসলাম, জামালপুর বিএডিসি (সার) যুগ্ম পরিচালক খগেন্দ্র চন্দ্র রায়। এ সময় প্রতি ব্যাচে ২৫ জন করে চুক্তিবদ্ধ প্রশিক্ষণার্থী চাষী উপস্থিত ছিলেন। দুই দিনের  প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জামালপুর বিএডিসি বীজ বিপননের উপ-পরিচালক প্রিয়তোষ রায়, জামালপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ। চাষি প্রশিক্ষণে অন-লাইনে সংযুক্ত হয়েছিলেন পার্টনার প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডঃ রিপন কুমার শিকদার।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)