ছাইদুর রহমান \
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহিড়ীকান্দা খাজা শাহ্সূফী ইউনুছ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী সম্পন্ন করা হয় এই ক্যাম্পেইন। মেডিকেল ক্যাম্পইন উদ্বোধন করেন লাহিড়ীকান্দা খাজা শাহ্সূফী ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সরুয়ার হোসেন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা: আহসান হাবীব আদনান। প্রধান আলোচক ছিলেন উপ-পুলিশ পরিদর্শক হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন মকুল তালুকদার, মাসুদ রানা, জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন আল আমিন। সহযোগিতায় ছিলো নান্দিনা আদনান ডায়াগনো কমপ্লেক্স, আল-বারাকা প্যাথলজি এন্ড ডায়াগনোস্টিক সেন্টার। রোগী দেখেন ডা: লিয়াজুর রহমান লিমন, ডা: রিফাত উল্লাহ।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন