নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের দেওয়ানগঞ্জে হাজেরা খাতুন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে পৌর শহরের আব্দুল লতিফ হাফেজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে লাভ এন্ড হোপ ফাউন্ডেশন কানাডা অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজেরা খাতুন ফাউন্ডেশন বাংলাদেশর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
মুফতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে মাওলানা ছানোয়ার ও মুহতামিম মাসুদুর রহমান ও সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলান সহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা হাজেরা খাতুন ফাউন্ডেশন বাংলাদেশ হতদরিদ্র পরিবারের পাশে থাকাসহ সামাজিক উন্নয়নের কাজ ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন