পদত্যাগকারী অধ্যক্ষের পূর্নবহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


দেওয়ানগঞ্জ প্রতিনিধি। 

জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার পদত্যাগকারী অধ্যক্ষ মো:মোতালেব হোসেন খানের পুনর্বহালের  প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী  ছাত্রজনতা, মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। 

১৮ নভেম্বর (সোমবার)  দুপুরে দেওয়ানগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র- জনতা ও শিক্ষক কর্মচারীর ব্যানারে মাদ্রাসার ক্যাম্পাস  থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর বাজারের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলে হাজার হাজার ছাত্র জনতা অংশগ্রহণ করে। 

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,দেওয়ানগঞ্জ (স্নাতকোত্তর) কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ  ও বাংলাদেশ  জামায়াতে ইসলামির দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, মুফতি আকরামুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা, আশিকুর রহমান আশিক সহ ছাত্র প্রতিনিধিবৃন্দ। 

বক্তারা দুর্নীতিগ্রস্ত ওই প্রিন্সিপালকে পূনরায় মাদ্রাসার স্বপদে বহাল না করাসহ তার সকল অনিয়ম দূর্নীতির তদন্ত পূর্বক তাকে বিচারের আওতায় আনার দাবি জানান। তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, উক্ত অধ্যক্ষ কে মাদ্রাসায় পুনর্বহান করা হলে দেওয়ানগঞ্জ তীব্র আন্দোলন করে উঠবে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার বক্তব্যে বলেন সেই প্রিন্সিপাল ছিল আওয়ামীলীগের দোসর, আওয়ামী লীগের ছত্রছায়ায় বিগত বছরে বহু দুর্নীতি ও অনিয়ম করে পার পেয়ে গেছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে যদি এসব দুর্নীতিবাজ লোকদের বিচার না হয় তাহলে তারা পার পেয়ে যাবে। পরে ৫ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্সের কার্যালয়ে  স্মারকলিপি প্রদান করেন তারা।

উল্লেখ্য গত ১২ই আগষ্ট  দুর্নীতি অনিয়মের অভিযোগে ছাত্র জনতার তোপের মুখে মোতালেব হোসেন খান স্বেচ্ছায় পদত্যাগ করেন।   পরবর্তীতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোতালেব হোসেনের অব্যাহতি বিধিসম্মত  না হওয়ায় তাকে অধ্যক্ষ পদে পুনর্বহালের জন্য অত্র মাদ্রাসার সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)  কে পত্র প্রেরণ করে। যার পরিপ্রেক্ষিতে  গত ১৭ই নভেম্বর (রবিবার) অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন এবং তাকে পূর্বের পদে পুনর্বহালের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে  রেজুলেশনে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা প্রশাসক এবং মাদ্রাসার সভাপতি সুমি আক্তার। গতরাতে এই সংবাদ ছড়িয়ে পড়লে ক্ষোভে  ফেটে পড়ে  প্রিন্সিপাল বিরোধী ছাত্র-শিক্ষক সহ সাধারণ মানুষ। যার পরিপ্রেক্ষিতে আজ সকালে বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হয়। 

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি তাদের পাঁচ দফা দাবি সহ সব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)