দেওয়ানগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


তারেক মাহমুদ ।।

জামালপুরের দেওয়ানগঞ্জে সাংবাদিক রফিকুল ইসলাম, নয়ন মিয়া ও মারুফের নামে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছেন দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ। বুধবার(০৬ নভেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আমাদের সময় পত্রিকার  উপজেলা প্রতিনিধি ও  প্রতিনিধি খাদেমুল ইসলাম অলিদ, ও পল্লী কন্ঠ প্রতিদিন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফ হোসেন রাজা,  চ্যানেল এস এর প্রতিনিধি ফারুক মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  খোরশেদ আলম, মডেল প্রেসক্লাবের আহ্বায়ক সমকাল প্রতিনিধি সাংবাদিক এম.এ রাজ্জাক মিকা, ভোরের দর্পনের প্রতিনিধি আজাদ রহমান, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ও অলিয়ার মীর, সকালের সময় প্রতিনিধি মোঃ ফয়জুর রহমান মানববন্ধনে বক্তব্য রাখেন।

মানববন্ধনে ভূক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, ২৮ আগষ্ট সোমবার সন্ধায় জামালপুরের কর্মস্থলে যান তিনি। বাড়ী ফেরার পথে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্না কাটির আওয়াজ শুনে তথ্য অনুসন্ধানের কাজে হাসপাতালে প্রবেশ করেন। প্রথমে জরুরি বিভাগে গেলে সেখানে কোনো ডাক্তার খোজে পাওয়া পাননি। হাসপাতালের দোতালায় চিৎকার শুনে সেখানে গেলে রোগীর স্বজনরা চিকিৎসকের অবহেলায় রোগী মারা গেছেন বলে দাবী করছেন। কর্মরত সাংবাদিক রফিকুল ইসলাম সেখানে ভিডিও ধারন করেন এবং সংবাদ পরিবেশন করেন। এ ঘটনায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আজিজুর রহমান সাংবাদিক রফিকুলসহ তিন জনের নামে মামলা করেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নামে করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন। তারা বলেন সাংবাদিকরা যে কোন ঘটনার প্রতিবাদে সংবাদ প্রকাশ করে থাকে কিন্ত কেউ যদি সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেয় তাহলে এই পেশাদারিত্তে ব্যাঘাত  ঘটবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

আমাদের ওয়েবসাইট কুকি ব্যবহার করে থাকে। Check Now
Ok, Go it!