নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী মোড়ে সন্ধ্যায় হোটেল সততা এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। জানাযায় সুন্দর ও ঘরোয়া পরিবেশে স্ব্যাস্থ সম্মত খাবার পরিবেশের জন্য আধুনিক মানের এই হোটলে রয়েছে দিল্লি ভাত,গরুর মাংস,খাসির মাংস বিরানি,মিস্টি,দই সহ বিভিন্ন প্রকারের খাবারের আয়োজন। এ বিষয়ে সততা হোটেল এর প্রতিষ্ঠাতা মোঃ মানিক হোসেন (বাবুচি) বলেন, স্বল্প মুল্যে মানসম্মত খাবার পরিবেশন আমাদের মুল লক্ষ্য। পারিবারিক অনুষ্ঠানে খাবার পরিবেশন সহ রান্নার সকল কাজ করা হয়। বাবুচির প্রয়োজন হলে ০১৭৭৭০৬৪৫২৭ অথবা ০১৬১১৬২০৮১৩ যোগাযোগ করতে পারবেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন