মাদারগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকের প্রার্থী মঞ্জরুল ইসলাম মুসা, ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ুব খান, আম প্রতীকে ভোট পেয়েছেন ৩টি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক পদে মোস্তাক খান, সহ-সভাপতি পদে আচালত খান, সদস্য পদে রকিব খান নির্বাচিত হয়েছেন। পৌরসভার গাবেরগ্রাম মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমিতির কার্যালয়ে সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে ২৭ টি সমবায় সমিতির প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন