জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক ।। 

জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতি রেজিঃ নং-ঢাকা-৩২৬৩ এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে শনিবার বিকাল ৩টায় সংগঠনের প্রধান কার্যালয়  ছনকান্দা ফেরীঘাটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ আমজাদ হোসেন মল্লিক ভোলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান। এসময় আরও উপস্থিত ছিলেন, জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ শামীম হোসেন মঙ্গল, সহ-সভাপতি মোঃ রুমেল সরকার, মোঃ আবু সাঈদ, মোঃ আজিম উদ্দিন, মোঃ আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ রাফিউর রহমান স্বরূপ,দপ্তর সম্পাদক মোঃ যোবায়ের আহম্মেদ (যুবরাজ), প্রচার সম্পাদক মোঃ আলতাফ হোসেন মল্লিক (আপেল), সম্মানিত সদস্য মোঃ জাকির হোসেন খান, মোঃ আনিসুর রহমান, মোঃ শহীদ আকন্দ, মোঃ লিটন ফকির, মোঃ শাহীন মিয়া, মোঃ ফজলুল হক, মোঃ লুৎফর রহমান, মোঃ আরজু ও মোঃ রাশেদুজ্জামান লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন, জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-ঢাকা-৩৬৪০ এর সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান ও  সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফেরদৌস আলম কেরামত, কার্যকরী সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিনহাজ, সহ-সভাপতি মোঃ লিটন শিকদার, যুগ্ম সম্পাদক মোঃ বাচ্চু দেওয়ানী, সহ-সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেলাল, অর্থ সম্পাদক মোঃ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ ফিজুর আকন্দ, সড়ক সম্পাদক মোঃ আবু সাঈদ রানা, মালিক সমিতির অফিস সহকারী মোঃ আব্দুস সাত্তার ও শ্রমিক ইউনিয়নের অফিস সহকারী মোঃ সুজন মিয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

স্বাগত বক্তব্যে জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম খান রাজুর অকাল মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন। অপরদিকে জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ আমজাদ হোসেন মল্লিক ভোলা নবনির্বাচিত কোষাধ্যক্ষের মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোক প্রস্তাব করেন  তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও  দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। এদিকে জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন, জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-ঢাকা-৩৬৪০ এর সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ। পরে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)