মাদারগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


মাদারগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের মাদারগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহিদ মিনার চত্বর থেকে  উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জুর নেতৃত্বে  একটি  র‍্যালি বের হয়ে বালিজুড়ী বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে  শেষ হয়।  মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার হাবলুল গাজী বেলালের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু । বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির  সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহীন সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান অপু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ফায়েজুল বারী পলাশ। এসময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুদ্দিন বুলবুল, সাবেক সহ সভাপতি হাসান একরামুল কবির, সাবেক সহ প্রচার সম্পাদক আব্দুল বারিক, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মিজান বিএসসি, সাবেক  তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, বালিজুড়ী  ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান মেম্বার, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাচ্চু, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কড়ইচড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য আল আমিন আকন্দ, যুবদলের নেতা অনিক ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল নুর আসলাম, সহ সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ইসলাম, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক হযরত আলী, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক জান্নাতুল ইসলাম জনি, যুগ্ম আহবায়ক মমিনুল হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুরুল্লাহসহ  উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

আমাদের ওয়েবসাইট কুকি ব্যবহার করে থাকে। Check Now
Ok, Go it!