নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের ইসলামপুর পৌর শহরের ৭নং ওয়ার্ডের পলবান্ধা গ্রামে কৃষি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে সরকারি চাকুরির প্রভাব দেখিয়ে প্রতিবেশী এক নিরিহ পরিবারের জমি ৪শতাংশ জমি দীর্ঘ দিন ধরে বেদখলের অভিযোগ উঠেছে।
ভোক্তভোগী মিন্টু সরদারের অভিযোগ,জীবিকার তাগিদে তারা পরিবার পরিজন নিয়ে ঢাকায় থাকার সুযোগে তার পৈতৃক সুত্রে প্রাপ্ত ১০শতাংশ জমির মধ্যে ৪শতাংশ জমি প্রতিবেশী আবু তালেবের ছেলে আব্দুস সালাম বেদখল করে নিয়েছে।
মিন্টু সরদার জানান তার পৈতৃক সূত্রে প্রাপ্ত উক্ত জমির নামজারি,খাজনা খারিজ সবই রয়েছে। কিন্তু জমির সীমানা নির্ধারণ করতে গেলেই সরকারি চাকুরির প্রভাব দেখিয়ে আমাদের হেনস্তা করছে। শুধু তাই নয় পলবান্ধা ভূমি অফিসের সাবেক উপসহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে ম্যানেজ করে আমাদের উক্ত জমি নামজারি দীর্ঘ দিন আটকে দিয়েছিল। পরে নায়েব অন্যত্র বদলী হলে বর্তমান দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সকল কাগজপত্র খতিয়ে দেখে নামজারি করে দিয়েছেন।
এব্যাপারে জবরদখলকারী অভিযুক্ত আব্দুস সালামের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগী মিন্টু সরদার তার বেদখলকৃত ৪শতাংশ জমি ফিরে পাওয়ার জন্য ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহোদয়ের নিকট ন্যায় বিচার ও সহযোগিতা কামনা করেছেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন