নান্দিনা আল বেরুনী একাডেমীর পুরস্কার বিতরণ ও দোয়া

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ছাইদুর রহমান।। 

জামালপুর সদর উপজেলার নান্দিনা পশ্চিম বাজারে অবস্থিত স্বনামধন্য নান্দিনা আল বেরুনী একাডেমীর পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৬ নভেম্বর একাডেমী প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল বেরুনী একাডেমীর পরিচালক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম। আল বেরুনী একাডেমী পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক একেএম ফজলুল ফালু, মুক্তা হোসেন। আয়োজিত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় অভিভাবক, এলাকার সুধীজন এবং বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)