নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলির (গভর্নমেন্ট প্রসিকিউটর-জিপি) তালিকায় এক মৃত আইনজীবীর নাম এসেছে। একইসঙ্গে দুই আইনজীবীর নাম এসেছে ভিন্ন দুই পদে ও সহকারী পাবলিক প্রসিকিউটর-এপিপি হিসেবে নাম এসেছে ছয় আওয়ামীপন্থি আইনজীবীর।
ত্রুটিপূর্ণ এ তালিকা বাতিল চেয়ে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল রোববার কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, জিপি, অতিরিক্ত জিপি, সহকারী জিপি হিসেবে ২৮ জন এবং পিপি, অতিরিক্ত পিপি, এপিপি হিসেবে ৩৬ জন, সব মিলিয়ে ৫৪ আইনজীবীর মধ্যে অতিরিক্ত জিপি আনোয়ার হোসেন মৃত এবং অতিরিক্ত পিপি দিদারুল ইসলামের নাম একই তালিকায় দুবার লেখা হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের-১ এর নবনির্বাচিত পাবলিক প্রসিকিউটর সিনিয়র অ্যাডভোকেট ফজলুল হক বলেন, দীর্ঘ সতের বছর যারা নিগৃহীত হয়েছে, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের বঞ্চিত করে মৃত আইনজীবী, বারের সদস্য নয় এমন এক আইনজীবী এবং আওয়ামীপন্থি আইনজীবীদের সরকারি আইন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আইনজীবী সমিতির সদস্য আনোয়ার হোসেন দুই তিন বছর আগে মারা গেছেন বলে জানিয়ে তিনি বলেন, আমরা কেউ চিনি না এমন আইনজীবী কীভাবে নিয়োগ পায়? আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে ব্যানার ধরে থাকা আইনজীবীরা কীভাবে এ সময় আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পায়?
তিনি বলেন, আমরা জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করব এ তালিকা যাতে গ্রহণ করা না হয়।
আমরা দ্রুত এ ত্রুটিপূর্ণ তালিকা বাতিলের দাবি জানাচ্ছি।
এপিপি হিসেবে নিয়োগ পাওয়া আব্দুল্লাহ আল আমিন, মো. রাসেল রানা, আঁখি আক্তার, তামিমা বিলকিস, হাবিবা সুলতানা, সাবিনা ইয়াসমিনকে আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে দাবি করে তাদের নিয়োগ বাতিল চেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
জামালপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহআইন সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মোহন, সিনিয়র আইনজীবী জামিল হাসান তাপস সহ শতাধিক আইনজীবী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
গত ১৩ নভেম্বর উপসলিসিটর মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত ৫৪ আইনজীবীকে জামালপুর আদালতে বিভিন্ন পদে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন