নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের মাদারগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা গাছপালা ও কচুক্ষেত কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নে নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে। এর আগে গতকাল বাড়িতে হামলা ভাংচুর করে প্রতিপক্ষরা।
আহত সাইফুল ইসলাম জামালপুর জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম মাদারগঞ্জ মডেল থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, ইব্রাহীম খালিল, আনোয়ার হোসেন, জিল্লুর রহমান বিরাজ, নাহিদ হাসান, মজনু মিয়া, আব্দুর রাজ্জাক।
অভিযোগ সূত্রে জানা যায়,' ১৯৯৯ সালে ১৬১৩ নং দলিল মূলে জমিতে বসতভিটা করে কলাবাগান আম গাছ, নারিকেল গাছসহ বিভিন্ন গাছপালা রোপন করা হয়। এছাড়াও কিছু অংশে কচু চাষ করা হয়। প্রতিপক্ষ ইব্রাহিম খলিল ও জিল্লুর রহমান বিরাজ বসতভিটায় কলা গাছ, আম গাছ, নারিকেল গাছ এবং জমিতে কচু খেত কেটে ফেল। এসময় বাধা দিতে গেলে ভুক্তভোগী সাইফুল ইসলামকে মারধর করেন।
ভুক্তভোগী সাইফুল ইসলামের ভাই সোহাগ বলেন,'আমার ভাইয়ের কাছ থেকে তারা চার শতাংশ জমি কিনে নিয়েছে। সেই জমিতে তারা দীর্ঘদিন থেকেই তারা দখলে রয়েছে। হঠাৎ করেই কয়েকদিন ধরে আমাদের কাছে তারা চার শতাংশ জমির পাবে বলে দাবি করছে। হঠাৎ করে গতকাল বাড়ির ভিটায় তারা লোক তারা দেশীয় অস্ত্র নিয়ে প্রথম দফায়ন গাছপালা কেটে ফেলে। পরবর্তীতে মঙ্গলবার সকালে আবার বসতবাড়িতে ঢুকে গাছপালা কেটে ফেলে এবং ইটের বাউন্ডারি ভেঙে ফেলে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহজাহান বলেন, সেনা ক্যাম্পে আমরা অভিযোগ দিয়েছি। তারা আমাদের জমি খালি করে দিতে বলেছে। তারা জমি খালি না করায় আমরা আমাদের জমিতে থাকা গাছ কেটে দিয়েছি।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন