মন্তব্য কলাম : নতুন করে শুরু করে আমরা এগিয়ে যাবো সঠিক পথে

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

\ মোঃ রাশেদুর রহমান রাসেল \

বর্তমান সরকার গণবিপ্লব পরবর্তী জনগণের সরকার। তাই প্রত্যাশাটাও অনেক বেশি। অনেকটা জাতীয় ক্রিকেট দলের মতো। সবাই চায় আমরা জিতি। কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই সবাই হা হা করে ওঠে। টিম সিলেকশন, বোলার সিলেকশন, ফিল্ড সেটিং, এসব নিয়ে হয় নানা সমালোচনা। ম্যাচে সবাই ভালো বল করবে না এটাই স্বাভাবিক। তা নিয়ে দলের সমর্থকরা গালাগালি করবে তাও স্বাভাবিক। তবুও দলটা তো আমাদের। কয়দিন আগেও যেসব করা কবিরা গুনাহ ছিল। বর্তমান সেখানের ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে। তাই পরিবর্তনের আশায় দিনশেষে কাজ থেকে ফিরে টায়ার্ড হয়ে ফেসবুক খুলে যখন দেখি নানা মত নানা পথ। তখন মনে হয় এটাই তো আসল বাক-স্বাধীনতা। হোক না সমালোচনা। আলোচনা সমালোচনায় আমরা আমাদের করা ভুলগুলো শুধরাবো। এভাবেই একসময় আমাদের দেশটা আস্তে আস্তে ঠিক রাস্তায় হাঁটতে শিখবে। পূনর্গঠনের সুতীব্র ইচ্ছের উপর ভর করে নতুন করে শুরু করে আমরা এগিয়ে যাবো সঠিক পথে। এ আশাতেই পথ চলছি দিনের পর দিন প্রতিনিয়ত প্রতিদিন।

লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

আমাদের ওয়েবসাইট কুকি ব্যবহার করে থাকে। Check Now
Ok, Go it!