মাদারগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিট পুলিশিং "বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সন্ত্রাস, মাদক,জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে ঘুঘুমারী ঈদগাহ মাঠে চরপাকেরদহ ইউনিয়ন ও কড়ইচড়া ইউনিয়নের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ ডিআইজি রেঞ্জ ক্রাইম ম্যানেজমেন্ট পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ পিপিএম- সেবা। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলমের সভাপতিত্বে ও মডেল থানার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মঞ্জু, মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেছ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ডাঃ এম এ মান্নান, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সফিউল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন