নান্দিনায় সদর উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ছাইদুর রহমান।। 

নান্দিনায় আলোচনা সভা করেছে জামালপুর সদর উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নান্দিনা বাঁশহাটা প্রাঙ্গণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: ওয়ারেছ আলী মামুন। সভা শুরুর আগে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ এবং দোয়া পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান শিবলু। 

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি  মো: সফিউর রহমান শফির  সভাপতিত্বে এবং জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট ফজলুল হক, সহ সভাপতি জয়নাল আবেদীন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ লোটন,  জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোকছেদুর রহমান হারুন, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক  অধ্যাপক ফজলুল হক ফালু, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা বেগম, রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি নওয়াব হোসেন জুয়েল, জাতীয়তাবাদী যুবদল জামালপুর সদর উপজেলা শাখার আহবায়ক সফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

আলোচনা সভায় জামালপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের ৯ টি ইউনিয়ন যথাক্রমে শরিফপুর, রানাগাছা, লক্ষীরচর, তুলশীরচর, বাঁশচড়া, ঘোড়াধাপ,ইটাইল,নরুন্দি, শ্রীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। 

আলোচনা সভার আগ মুহূর্তে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা ব্যানার নিয়ে বাদ্য বাজনা বাজিয়ে নেচে গেয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে সভাস্থলে এসে উপস্থিত হন। 

আলোচনা সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসন থেকে বিএনপি মনোনীত প্রাথী এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনকে জোরালো সমর্থন ও তার হাতকে শক্তিশালী কারণের উপর গুরুত্বারোপ করেন দলীয় নেতৃবৃন্দ। 

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

আমাদের ওয়েবসাইট কুকি ব্যবহার করে থাকে। Check Now
Ok, Go it!