বলছিলাম একজন সংগ্রামী আর সফল সম্পাদকের কথা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

। সৈয়দ মুনিরুল হক নোবেল ।

আমাদের দেশে গুণের কদর না থাকা সত্ত্বেও এ দেশে হাজার হাজার গুণী জন্মগ্রহণ করেছেন। এই গুণীদের তালিকা অত্যন্ত বিশাল ও বিস্তৃত। সে তালিকা উপস্থাপন করা আমার উদ্দেশ্য নয়। কারণ তা অনেকেরই জানা। তবে আমাদের প্রত্যেকেরই উচিত সময়-সুযোগমতো গুণীদের গুণাগুণ জাতির সামনে তুলে ধরা। এটা একটা গুরু দায়িত্ব বলে আমি মনে করি। সেক্ষেত্রে কোন রাগ-বিরাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোন গুণীজনের গুণগান করা উচিৎ নয়। এতে করে উক্ত গুণীর আলোকচিত্রটি কোনরূপ সম্পাদনা মানে কাটছাট করা ছাড়াই সমাজের সামনে নিখুঁতভাবে তুলে ধরা সম্ভব হয়। যে কাজটি করে থাকে দর্পণ। এতে করে ব্যক্তিত্বের আসল চেহারাটা সবার সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। তবে এই কাজটি করা খুব সহজও নয়। আমরা এখন যে সময়ে এসে পড়েছি, তা পুরোপুরি একটা মোসাহেবি সমাজ। আমি দেশের অনেক গুণীজনকেই কাছ থেকে দেখেছি। অনেকের সাথেই আছে আমার সুগভীর সম্পর্ক। আজ আমি তেমন একজনের কথা বলতে যাচ্ছি। না বললেই নয় আমি যেদিন লেখাটি লিখছি, সই ২৮ নভেম্বর তার জন্মদিন বটে। আসলে যে জন্মদিন পরিবারকে, সমাজকে ও জাতিকে কিছু দিয়ে যায়, সেটাই অবিস্মরণীয় হয়ে থাকে গুণগ্রাহীর মানসপটে।

আমার ক্ষেত্রেও অনেকটা সেরকম তাকে নিয়ে দুকথা লেখার ইচ্ছে হলো তাই পাঠকদের জন্য আজকের এই সংক্ষিপ্ত আক্ষরিক আয়োজন। আজ যার কথা বলছি সে বয়সে আমার ছোট। তবে তার কর্মতৎপরতা কিন্তু ছোট নয় বরং অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত। তার সুদূরপ্রসারী চিন্তা চেতনা আর বিরামহীন কঠোর পরিশ্রম তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমি বরাবরই তার ভালো কাজের পাশে ছিলাম। বলা বাহুল্য, তার ভালো কাজের ইয়ত্তা নেই। তন্মধ্যে অন্যতম হচ্ছে জামালপুর জেলা থেকে বহুল প্রচারিত গুণগতমানের একটি ডিএফপি তালিকাভুক্ত পত্রিকা দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন এর নিয়মিত সম্পাদনা ও প্রকাশনার মতো কন্টকাকীর্ণ দীর্ঘ একযুগের নিরবচ্ছিন্ন পথচলা। 

এই অসাধারণ কর্মবীর মোঃ রাশেদুর রহমান রাসেলকে তার শুভ জন্মদিন উপলক্ষে আমার অনেক অনেক স্নেহময় ভালবাসা এবং একইসাথে আন্তরিক অভিনন্দন জানাই। মহান আল্লাহ তাঁকে দীর্ঘ নেক হায়াত দান করুক এই প্রার্থনা করছি। আমীন।

তার প্রতিটি পদক্ষেপ জীবনের গতিকে করেছে তরান্বিত। বহু ঘাত প্রতিঘাত সহ্য করে তিনি এগিয়েছেন সামনে। জীবন সাগরের তরঙ্গাঘাতে তিনি বহুবার টলটলয়মান হয়েছেন তবে কখনো হাল ছাড়েননি।

একজন মানুষ কত বড় লম্বা চওড়া তাতে কারো কিছু এসে যায় না। দুনিয়ায় তার কতখানি প্রভাব প্রতিপত্তি তা জানার বিন্দুমাত্র আগ্রহ সাধারণ মানুষের নেই। কিন্তু একজন সত্যিকারের গুণী মানুষের সমাদর না করাও একধরনের মানসিক কার্পণ্যতা বলে আমি মনে করি। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে জাতির বৃহত্তর স্বার্থে তাদেরকে সমাজের সামনে তুলে ধরা আমাদের জাতীয় দায়িত্ব। মোঃ রাশেদুর রহমান রাসেল তেমনি একজন গুণী ব্যক্তি।

১৯৮০ সালের ২৮ নভেম্বর  জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কুটামনি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পিতা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান ও মাতা মোছাম্মৎ রওশন আরা বেগমের ঘর আলোকিত করে জন্ম নিয়েছিলেন আজকের এই কৃতি সন্তান মোঃ রাশেদুর রহমান রাসেল। 

পরিবারের প্রথম ছেলে সন্তান হওয়ার কারণে সবার কাছে শিশু মোঃ রাশেদুর রহমান রাসেল ছিলেন খুবই আদরের। ছোটবেলা থেকে তিনি ছিলেন, ভাবুক, চিন্তাশীল ও সাহসী। স্বাধীনচেতা হিসেবে বেড়ে ওঠার পেছনে তার পরিবারের বিশেষ করে তার পিতার ভূমিকা ছিল অপরিসীম। মোঃ রাশেদুর রহমান রাসেল বরাবরই ছিলেন মেধাবী। স্কুলে ভালো রেজাল্টের জন্য স্কুলের শিক্ষকদের প্রশংসা অর্জন করেন।

তারপর তার আজন্ম লালিত স্বপ্ন একটা মানসম্মত দৈনিক পত্রিকা প্রকাশের। সে স্বপ্ন তাকে ঘুমাতে দেয়নি। সে ইচ্ছে পূরণের গল্প কিন্তু মোটেই সহজসাধ্য ছিল না। সে গল্প অন্যদিন শোনাবো। তবে এতটুকু বলি এই জগতের স্বার্থান্ধ মানুষগুলো তাকে বারবার পিছন দিক থেকে আঘাত করেছে। সেই কঠিন কঠিন আঘাত সয়েও সে তার লক্ষ্যে অবিচল থেকেছে। পার হয়ে এসেছে সুদীর্ঘ অমসৃণ পথ। তারপর দীর্ঘ প্রায় একযুগ হতে যাচ্ছে সেই সাধনা সাফল্যের মুখ দেখে। সরকারি মিডিয়া ডিএফপি তালিকাভুক্ত হওয়ার পর দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকা এখন সার্কুলেশন আর নিয়মিত প্রকাশনায় জেলার শীর্ষে অবস্থান করছে। এই পত্রিকা এখন নিজেই একটা ব্র্যান্ড। আমরা এই পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেলকেও একটা ব্র্যান্ড বলতেই পারি।

নিজেও স্বপ্ন দেখি, আর প্রজন্মকেও এরকম স্বপ্ন দেখতে বলি যে, আমরাও যেন তার মতো একজন গুণী মানুষ হতে পারি। এই প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে। 

লেখক : বার্তা সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, প্রেসিডেন্ট, বাংলাদেশ ন্যাশনাল প্রেস ক্লাব, সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা, জামালপুর জেলা শাখা ও কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)