বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত : যমুনা সারকারখানা সিবিএ'র ২১ সদস্যের পদত্যাগ, নির্বাচন কমিশন গঠন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


সরিষাবাড়ী প্রতিনিধি ||

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ যমুনা সারকারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতিত সকল সদস্য পদত্যাগ করেছেন। ফলে নতুন কমিটি গঠনের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা ও নির্বাচন কমিশন গঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সিবিএ কার্যালয় সংলগ্ন কারখানার হাউজিং মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সিবিএ সূত্র জানায়, চলতি বছরের এপ্রিলে আওয়ামী লীগ মনোনীত প্যানেল থেকে রবিউল ইসলাম সভাপতি ও মো. শাহজাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরইমধ্যে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সিবিএ'র কার্যক্রম নিস্ক্রিয় হয়ে পড়ে। চলমান পরিস্থিতিতে রবিউল-শাহজাহান ছাড়া অন্য ২১ সদস্য গত ১১ নভেম্বর পদত্যাগ করেন।

ফলে সিবিএ ভেঙে যাওয়ায় সভাপতি-সম্পাদক পদসহ নতুন কমিটি গঠনের লক্ষ্যে কারখানা কর্তৃপক্ষ নির্বাচন কমিশন গঠন করে।

পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান হয়েছেন কারখানার অ্যামোনিয়া শাখার মাস্টার অপারেটর আবু সাইদ। অন্য চার সদস্য হলেন আব্দুল মতিন, উজ্জ্বল কুমার সরকার, ইব্রাহিম খলিল ও নুরুল ইসলাম।

এ দিকে কারখানার সকল শ্রমিক-কর্মচারী ও ভোটারদের নিয়ে পদত্যাগী কমিটির সর্বশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সিবিএ সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম।

সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের শ্রম কর্মকর্তা শহিদুল ইসলাম, সারকারখানা সহ-ব্যবস্থাপক (প্রশাসন) আশরাফুল আলম, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, উপজেলা শ্রমিক দলের উপদেষ্টা গোরাকেশ সাহা ভজ, উপজেলা বিএনপির সদস্য রাশেদুল ইসলাম লিটন, যমুনা সারকারখানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোজাম্মেল হক লিপ্টন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)