নিজস্ব প্রতিবেদক \
জামালপুর শহরের বগাবাইদ এলাকার মারকাযু তা'লীমিস সুন্নাহ মাদরাসার হিফজুল বিভাগের সাকিব (১৩) নামের এক শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছেন আলাউদ্দিন নামের এক শিক্ষক। আহত শিক্ষার্থী মাদারগঞ্জ উপজেলার বালুজুড়ী বাজার এলাকার শরীফ মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার মধু ফেলে দিয়েছে এই অভিযোগ এনে শিক্ষার্থী সাকিবকে নির্মমভাবে পিটিয়ে আহত করে মাদরাসা শিক্ষক আলা উদ্দিন। পরে গত বৃহস্পতিবার ফজর নামাজের পর থেকে শিক্ষার্থী সাকিব এর ব্যথা ও বমি শুরু হলে মাদরাসার এক শিক্ষক তার পরিবারকে জানায়। সাকিবের মা লুপা বেগম সকালে মাদরাসায় এসে মাদারগঞ্জ তার বাড়ীতে নিয়ে যায়। এ বিষয়ে লুপা বেগম সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আমার ছেলেকে আমি বাড়ীতে নিয়ে ইসিজি করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেখি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। পরে ছেলে আমাদের বলল হুজুরের মধু কে বা কারা ফেলে দিয়েছে। হুজুর আমার ছেলেকে সন্দেহ করে নির্মমভাবে পিটিয়েছে। মাদরাসা থেকে আমাকে কেউ জানায়নি এই ঘটনা ঘটেছে। আমি এর বিচার চাই। এদিকে বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক আলা উদ্দিন জানান, এটি আমার ভুল হয়েছে। আমি লজ্জিত। তবে বিষয়টি নিয়ে মাদরাসা সহকারী পরিচালকের বক্তব্য নিতে গেলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন