বিএনপির ২ নেতা বহিস্কারের প্রতিবাদে উত্তাল ঘাটাইলের রাজপথ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ঘাটাইল প্রতিনিধি ।।

টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আ,খ,ম রেজাউল করিম ও সাবেক পৌর বিএনপির সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলাকে বহিস্কারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঘাটাইলের রাজপথ। ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঘাটাইল পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত ১৬ নভেম্বর জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আ,খ,ম রেজাউল করিমকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়, এর আগে একই অভিযোগে পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলাকে বহিস্কার করে জেলা বিএনপি। বিএনপির এই নেতাদের বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে গোটা উপজেলা জুড়ে বিক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা। দ্রুত সময়ের মধ্যে তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার এবং পুনঃবহালের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রায় ১ ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। 

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাসানুজ্জামান তরুণ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইয়াসির আরাফাত শাওন, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, যুবনেতা খোকন সহ উপজেলা বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)